ঢাকাFriday , 26 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ৫ দফা দাবিতে শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
September 26, 2025 2:59 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধিঃ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে, পিআর পদ্ধতিতে (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচনসহ ৫ দফা দাবিতে শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় নাভারণ সেবা ক্লিনিক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শার্শার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শা উপজেলা সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। তিনি বলেন,দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে অবশ্যই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতির নির্বাচন চালু করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান।

এছাড়াও বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর আলম সেক্রেটারি শার্শা উপজেলা জামায়াত। উপজেলা ওলামা সভাপতি মাওলানা মিজানুর রহমান।

উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান। উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আলম মাহমুদ উপজেলা জামায়াতের নেতা আবুল কালাম আজাদ, মকবিল হোসেন, প্রফেসর এনামুল হক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের অনিয়ম, দুর্নীতি ও ভোটাধিকার হরণের তীব্র সমালোচনা করেন এবং ৫ দফা দাবির বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST