ঢাকাSunday , 14 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান চবি শিক্ষার্থীদের।

    দেশ চ্যানেল
    July 14, 2024 1:17 pm
    Link Copied!

    মো: আবু তালহা হাটহাজারী উপজেলা প্রতিনিধি

    কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রবিবার দুপুর ১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

    স্মারক লিপি হাতে জেলা প্রশাসক জানান, তোমাদের স্মারক লিপি গ্রহণ করা হলো, তবে সামনে অবরোধ বা এধরণের কর্মসূচি থেকে বিরত থাকতে হবে, যদি সামনে এধরণের কর্মসূচি পালন করা হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    স্মারক লিপিতে বলা হয়েছে, ২০১৮ সালের ৪ই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারী চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিল এ বিলুপ্ত ঘোষণা করা হয়। উক্ত পরিপত্র জারির পর কয়েকটি চাকরি পরীক্ষা কোটামুক্তভাবে অনুষ্ঠিত হয়।

    আরো বলা হয়েছে, তবে উক্ত পরিপত্রটি ক্রুটি যুক্ত থাকার প্রেক্ষিতে এই পরিপত্র আইনগত কর্তৃত্ব বহির্ভূত থাকবে বলে রুল জারি করা হয় এবং গত ৫ই জুন ২০২৪ সালে ৯ম থেকে ১৩তম গ্রেডে কোটা পদ্ধতি পুনর্বহাল করা হয়। পরবর্তীকালে গত ১০ই জুলাই ১ম ও ২য় গ্রেডে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট তবে জানান সরকার চাইলে এটা পরিবর্তন করতে পারে।

    ২০১৮ সালের পরিপত্রে শিক্ষার্থীদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটে নাই বলে উল্লেখ করে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবি হচ্ছে- সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫%) এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে বাতিল করতে হবে।

    পরিশেষে বলা হয়েছে, ছাত্রদের আশ্রয়স্থল হিসেবে আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি যে, আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে বাধিত করবেন।

     

    স্মারক লিপি জমাদানকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সামনে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেন এবং শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ ফোর্স জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST