ঢাকাTuesday , 17 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেশ চ্যানেল
October 17, 2023 6:52 am
Link Copied!

নজরুল ইসলাম:

সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে নব নির্মিত একাডেমিক ভবন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষাঙ্গনের ব্যাপক উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ প্রযুক্তি শিক্ষার বিকাশে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া প্রত্যেকটি শিক্ষাঙ্গনকে আরো সমৃদ্ধশীল করতে সরকার নানানমূখী কর্মসূচী হাতে নিয়েছে। তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান। সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আগামী প্রজন্মকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এছাড়া মাদক, তামাকমুক্ত সমাজ গঠনে সকলের ভুমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজের অবহেলিত প্রতিবন্ধীদের এগিয়ে আসার আহ্বান করেন। সরকারি সেবা ৯৯৯ ও ৩৩৩ ফোন করে বর্তমান সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। কারিগরি প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে বেকার যুবকরা কর্মসংস্থান সৃষ্টি এবং বিনামূল্য স্বাস্থ্যসসেবা নিশ্চিতে সরকার জনমুখী কল্যানে ব্যাপক কাজ করে যাচ্ছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর পৌর আ’লীগের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, তাড়াশ ইপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর প্যানেল-২ রিয়াজ রহমান, আড়িয়ামোহন বিদ্যালয়ের প্রধান আব্দুর আলিম, চুনিয়াহাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস সিরাজগঞ্জ – পাবনা জোনের সহকারি পরিচারল আবু সাইদ, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক শফিকুল ইসলাম
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জ্ঞানদায়িনি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, আ’লীগ নেতা সুলতান মাহমুদ, অভিভাবক সদস্য কামরুল হাসানসহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST