মো: সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার হিফজ বিভাগের হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জোহরের নামাজের পর মাদরাসার মসজিদে সম্প্রতি হিফজ শেষ করা তিনজন হাফেজকে পাগড়ি প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম। আর হাফেজ তিনজন হলো
মোঃ মাহবুবুর রহমান পরশ, মোঃ শামীম হোসেন এবং মোঃ আসিফ ইকবাল।
মাদরাসার সহকারী মৌলভী মোঃ মুনিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাহমুদুর রহমান, হাফেজ ছাত্রদের অভিভাবকগন, মাদরাসার সকল শিক্ষক কর্মচারীগন, হিফজ খানা ও ঝিকরগাছা মুসলিম এতিমখানার পরিচালনা কমিটির সদস্যগন, মসজিদের মুসুল্লি এবং ছাত্ররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের সন্মানিত পিতাদের টুপি এবং মাদরাসার পক্ষ থেকে নগদ অর্থ উপহার দেয়া হয়। উল্লেখ্য ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত আবাসিক এই প্রতিষ্ঠান থেকে প্রতিবছরই কয়েকজন ছাত্র হিফজ সম্পন্ন করে এবং বর্তমানে প্রায় ৪০ জন ছাত্র অধ্যায়ণরত আছে। এই প্রতিষ্ঠানেরই আরেকটি অংশ ঝিকরগাছা মুসলিম এতিমখানায় প্রায় ১০০ এতিম ছেলে সম্পুর্ণ বিনা খরচে লেখা পড়া করে।