ঢাকাTuesday , 27 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ঝিনাইদহের নফদার আলীর বসত ভিটা পুড়ে শেষ, নেই মাথা গোঁজার ঠাই

    দেশ চ্যানেল
    February 27, 2024 2:38 pm
    Link Copied!

    জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

    ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে নফদার আলী বিশ্বাস (৪০) নামে এক গরিব হতদরিদ্র পরিবারের লক্ষাধিক টাকাসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    সোমবার (২৬ফ্রেব্রয়ারি) বিকালে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের বিশ্বাস পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুড়া হতদরিদ্র নফদার আলী হরিশপুর গ্রামের মাহাতাপ বিশ্বাসের ছেলে। ভয়াল আগুনের দাপটে নিমিষেই শেষ হয়ে যায় তার সব স্বপ্ন।

     

    মহিলা ইউপি সদস্য সোহাগী খাতুন বলেন, খুটে খাওয়া একটি দাঁনাও পর্যন্ত রইলো না। আমি এমন ভয়াবহতার কথা শুনে এসে দেখি আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে তার। তিনি আরও বলেন আমি যতদূর পারি সরকারি সহায়তা করবো।

    ট্রিপল নাইনে কল পেয়ে ১১ সদস্যের একটি ইউনিট নিয়ে আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি তাঁহার বসত ভিটা পুড়ে নিঃশেষ হয়ে গেছে। তবে দুঃখের বিষয় লোকটির প্রায় লক্ষাধিক নগত টাকা পুড়ে গেছে। ঐ বাড়িসহ পাশের আরও একটি বাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাসুদ আলী।

     

    এদিকে হরিণাকুণ্ডু থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বশত ভিটা পুড়ে যাওয়ার বিষয়ে থানায় ৭০ হাজার টাকা সম্পূর্ণ এবং ৫৫ হাজার আংশিক পুড়ার ঘটনায়, গতকাল সোমবার রাত ৮:৩০ মিনিটে একটি জিডি হয়েছে। যার নং ১২১৭.আগুন লেগে নফদার আলীর ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া। তিনি তাৎক্ষনিক সহযোগীতার জন্য পাশে দাঁড়ান। তাকে দেন চাউল-ডাউল,কাপড়। এছাড়াও ঐ পরিবারের নগত টাকাসহ প্রতিশ্রুতি দেন বাড়ি নির্মাণের উপকরণ টিনসহ অন্যান্য সামগ্রী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST