জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির ও অঙ্গসংঠনের ১২ নেতাকর্মীকে জামিন মন্জুর না করে জেল হাজতে পাঠিয়েছে সদর আমলী আদলতের বিচারক।
সোমবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে ঝিনাইদহ সদর আমলী আদলতের বিচারক ফারুক আজম এ আদেশ দেন।
মামলার নম্বর ঝিনাইদহ জিআর-৩৩৪/২৩।
জেল হাজতে প্রেরনকারীরা হলো ঝিনইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ছাত্র দলের সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মিলন ও বখতিয়ার মাহমুদ।
জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ বলেন একতরফা দলীয় নির্বাচনে ঝিনাইদহ হাটের রাস্তায় ক্রিসেন্ট ডাইগোনেসটির সামনে ভুয়া ও মিথ্যা নাটক সাজিয়ে জেলা বিএনপির ও অঙ্গসংঠনের ১২ নেতাকর্মীর নামে গায়েবী মিথ্যা মামলা করা হয়। এই মামলায় যারা সাক্ষী তার কেউ বলতে পারে না সেই দিন এই খানে কোন ঘটনা ঘটেছে। অথচ পুলিশ নেতাকর্মীদেন নামে গায়েবী মামলা দিলো।
সেই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলো তারা। নিন্ম আদালতে জামিনের জন্য হাজির হলে ঝিনাইদহ সদর আমলী আদালতের বিচারক ফারুক আজম জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
আমরা এই মিথ্যা ও গায়েবী মামলার তিব্র নিন্দা জানাই। সেই সাথে সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানাচ্ছি।