জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৩রা জানুয়ারী (বুধবার) সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করে জেলা নির্বাচন অফিস। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণ প্রোগ্রামে আরও উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ অন্যান্য আরো অনেকে।
জেলার ৪ টি আসনের ২৬ জন প্রার্থীর ১৩০ জন এজেন্টকে নির্বাচনে ভোটগ্রহণে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রোগ্রাম শেষে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পোলিং এজেন্টদের শপথ করান জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।