ঢাকাMonday , 22 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ঝিনাইদহে ভূয়া দলিল করতে গিয়ে আটক শিক্ষক |

    দেশ চ্যানেল
    April 22, 2024 5:47 pm
    Link Copied!

    জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

    ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভূয়া দলিল করতে গিয়ে এক শিক্ষককে আটক করেছে উপজেলা ভূমি কর্মকর্তা ।

    সোমবার (২২এপ্রিল) তার বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান ।

     

    আটককৃত সহকারী শিক্ষক মোকাদ্দেস আলী উপজেলার সোনাতনপূর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও ফলসী গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।

     

    হরিণাকুণ্ডু উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় জানান, গতকাল রোববার সকালে রাজস্ব আদালতে মিসকেচের শুনানী চলাকালীন সময়ে মৃত চাঁদ আলী বিস্বাসের ছেলে বাদী মোঃ মোকাদ্দেস আলী ৪৬ নং ফলসী মৌজার ১৩৫২/২০০০ নং দাখিলকৃত দলিলটি ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার কতৃক ১৩৫২/২০০০ নং দলিলের সার্টিফাইড কপি দলিলের দত্তা ও গ্রহিতা এবং জমি তফসিলের মিল পাওয়া না যাওয়ায় শুনানী চলাকালীন সময়ে এ বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদে বাদী মোঃ মোকাদ্দেস হোসেন জানান তার দাখিলকৃত দলিলটি ভূয়া।তিনি আরও জানান ভাইদের ঠকিয়ে জমি আত্মসাৎ করার জন্যই এই দলিলটি জালিয়াতির আশ্রয় নিয়ে তৈরি করেছেন। এছাড়াও তিনি এই ভূয়া দলিল তৈরী করতে ফলসী গ্রামের দলিল লেখক আঃ খালেকের সহযোগিতা নিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

     

    এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান। মামলা নং ২২ সোমবার সকালে আসামী সহকারী শিক্ষক মোকাদ্দেস আলীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST