জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ শাখার উদ্যোগে এক অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার হাসপাতাল গেট, কবিরপুর ও তমালতলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ অভিযান টি পরিচালনা করা হয়।
প্রাইভেট ক্লিনিক ও ইটভাটা তদারকি করার সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকিমূলক এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো: ওয়াহিদু্জ্জামান মিঞা, স্যানিটারি ইন্সপেক্টর, শৈলকুপা উপজেলা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকিমূলক অভিযান চলমান থাকবে।