জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জের কোলা গ্রামের ২য় শ্রেণি পড়ুয়া ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় সামছুল মোল্লা (৫৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মার্চ) ভিকটিমের মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আটককৃত আসামি সামছুল মোল্লা উপজেলার কোলা গ্রামের মৃত বদর উদ্দিন মোল্লার ছেলে।
৩নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে ঘটনাটি সত্য।
সামছুল মোল্লা ও ভিকটিম শিশুটি প্রতিবেশী। বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে শিশুটির পরিবার। কিন্তু ধর্ষণের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গত ৩ মার্চ বিকেলে সামছুল মোল্লার বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে কৌশলে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এলাকায় ধর্ষণের বিষয়টি জানাজানি হয়।
শনিবার রাতে ভিকটিম শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই সামছুল মোল্লাকে গ্রেফতার করা হয়।
রবিবার (১০মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।