জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ সদর থানাধীন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( ঝিনাইদহ ক্যাম্পাস) এর সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ গামী পাকা রাস্তার উপর থেকে ৩৩ বোতল ফেনসিডিলসহ
মো: আসিফ হাসান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১১ মার্চ) রাত ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসিফ হাসান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা বাজার আমিনি হাসানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান,
গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি একটি পরিবহনে মাদক কারবারিরা ফেনসিডিল নিয়ে যাচ্ছে।
সেসময় আমাদের একটি আভিযানিক দল সেখানে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি করে ৩৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।