জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সাবেক এমপি এ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চলে ট্রাক মার্কায় ভোট চেয়ে প্রচার ও গণসংযোগ করেছেন।
সাবেক এমপি দলীয় নমিনেশন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অংশ গ্রহণ করেছেন। তিনি মার্কা পেয়েছেন ট্রাক। ৩১শে ডিসেম্বর (রবিবার) কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলীর নেতৃত্বে গণসংযোগ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সাফদারপুর বাজার সিটি মোড়সহ সাধারণ মানুষের সাথে সাবেক এমপি দেখা করেন এবং ট্রাক মার্কায় ভোট ও দোয়া চান। এরপর সাফদারপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, রাস্তাঘাট ও গ্রামে গিয়ে গণসংযোগ করেন।
এ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল বাংলাদেশ আওয়ামিলীগ থেকে মনোনয়ন পেয়ে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতিকে জয়ী লাভ করে দুই দুইবার সংসদ সদস্য হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ থেকে মনোনয়ন না পেয়েও দলীয় কোন নিষেধাজ্ঞা না থাকায় ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তিনি সাধারণ মানুষ কে বলেন আমি আপনাদের সাথে ছিলাম এবং এখনো থাকতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাকে ট্রাক প্রতিকে ভোট দিবেন এবং দোয়া করবেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাফদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী নাসির, সাফদারপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান হাতেম, আওয়ামী লীগ নেতা অহেদ আলীসহ আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতা কর্মীরা। এসময় ইলেকট্রনিকস ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।