ঢাকাTuesday , 19 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • টাঙ্গাইলের করটিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

    দেশ চ্যানেল
    September 19, 2023 9:12 am
    Link Copied!

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়ায় ”জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে” গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর, সোমবার বিকালে সরকারি সা’দত কলেজ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ লাঠিখেলার আয়োজন করা হয়।
    লাঠিখেলা শেষে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।
    এতে উদ্বোধক ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।
    আমন্ত্রিত অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) হাসান-বিন-মুহাম্মদ আলী,মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার,সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন হোসেন খান পাপন, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী, করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল,সাধারণ সম্পাদক শিবলু চৌধুরী ও যুবলীগ নেতা আরজু মিয়া প্রমুখ।
    এর আগে ঢাল,খোল, মন্দিরার তালে তালে নেচে-গেয়ে লাঠিয়ালরা লাঠিখেলার বিভিন্ন ধরনের কসরত দেখান। লাঠিখেলায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে চারটি লাঠিয়াল দল অংশ গ্রহন করে। অংশগ্রহণকারী প্রতিটি লাঠিয়াল দলই নানা ধরনের শারীরিক কসরত ও বিভিন্ন কৌশলের লাঠিখেলা প্রদর্শন করেন।
    এসময় বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী-পুরুষ লাঠিখেলা উপভোগ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST