ঢাকাWednesday , 25 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

দেশ চ্যানেল
October 25, 2023 3:25 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিপক্ষের হামলার ঘটনায় আব্বাস আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২৫ অক্টোবর বুধবার সকালে উপজেলার বেড়ী পটল গ্রামের তার মৃত্যু হয়।

নিহত আব্বাস আলী ওই গ্রামের মৃত কাশের আলীর ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মোবাইল বিক্রির দুই হাজার পাওনা টাকাকে কেন্দ্র করে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের পৌলি গ্রামের মো. নুরুর ছেলে সোহেল ও তার মেয়ের জামাই মমিন হোসেন মঙ্গলবার দুপুরে আব্বাসের বাড়িতে যান। এক পর্যায়ে তারা আব্বাস আলীকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

এসময় আব্বাসের বড় ভাই আক্তার হোসেন (২৮) সেখানে গেলে তাকেও আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত আক্তার হোসেনের পা ভেঙ্গে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন এবং আব্বাসের মাথায় চাপাতির কোপে আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসক সেলাই করে দেন। হাসপাতাল থেকে আব্বাস বাড়িতে চলে আসেন। বুধবার বাড়িতেই আব্বাসের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মগড়া ফাঁড়ির ইনচার্জ মাইমুল ইসলাম বলেন, লাশের সুরুতহাল চলছে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST