টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী এবং সাধারণ ব্যবসায়ী অসহায় বয়স্ক ব্যক্তিদের নামে মিথ্যা বানোয়াট মামলা দায়ের ও মামলা বানিজ্যের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও ভূক্তভোগী পরিবারের ব্যানারে ঘন্টা ব্যাপি এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শামিমা নাজনিন সিথী, করটিয়া এইচ এম ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের প্রভাষক চন্দন কুমার, ফাজিল হাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাজাহান মিয়া প্রমুখ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সম্রাট পাহেলীর নেতৃত্বে বাদি জয়নাল আবেদীনের করা হয়রানি মূলক মিথ্যা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা, ব্যবসায়ী, অসুস্থ্য বৃদ্ধ সবাই নাজেহাল অবস্থায় আছেন। এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।
তারা আরো বলেন, বিএনপির কিছু সংখক নেতা কর্মীরা আমাদের বাসায় চাঁদা চাইতে গেলে আমরা তাতে বাধা দেই। পরে আমরা বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের কাছে গিয়ে বলি যে আমাদের বাসায় গিয়ে চাঁদা চায় অপনারা কি করছেন। তারা বলে আমাদের কোন বিএনপির নেতা কর্মীরা এই অপকর্মর সাথে জড়িত না। যারা করছে বিএনপি করে না। তারা বিএনপিকে বিপদে ফেলার জন্য এসব করছে। যদি চাঁদা চাওয়ার জন্য যায় তাহলে তাদের প্রশাসনকে খবর দিয়ে ধরিয়ে দিবেন।