আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (০১ আগস্ট) সকাল থেকেই শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হোন। পরে প্রতিরোধ সমাবেশ ও মিছিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
উদ্বোধন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপির নেতৃত্বে প্রতিরোধ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।
টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ কালিহাতি আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ গোপালপুর ভুঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন’সহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়। মিছিল শেষে পৌর উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও গাড়ি ভাঙচুরসহ নানা অপকর্মের তীব্র প্রতিবাদ করেন। একই সঙ্গে তাদের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন।