আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা (সাদ পন্থী) শেষ হয়েছে।
গত শুক্রবার ফজরের নামাজের পর মাওলানা সৈয়দ আনিসুজ্জামানের বয়ানের মাধ্যমে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়েছিলো। টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়াম মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়।
ইজতেমা পরিচালনা কমিটির সদস্য মো. শামীমুল ইসলাম জানান, কাকরাইলের মাওলানা মনির বিন ইউসুফ আখেরী মোনাজাত করান। জেলার ১২ টি উপজেলার ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসুল্লিরা এসেছিলেন। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ৯ জনের একটি দল ইজতেমায় অংশ নেয়। জুমার নামাজে প্রায় ১৫ হাজার মুসুল্লি অংশ নিলেও আখেরী মোনাজাতে প্রায় ১০ হাজার মুসুল্লি অংশ নিয়েছিলো।
ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। ইউনিফর্ম ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গোয়েন্দা তৎপরতাও লক্ষ্য করা গেছে।