আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা অমান্যের অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের সাবালিয়া এলাকায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমিতির সভাপতি ছাইদুল হক সাদুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি কাজী বাহালুল হক দিপু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আবু কাওছারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সদ্য গড়ে ওঠা পপুলার ডায়াগনস্টিক সেন্টার সমিতির কোনো নিয়মনীতি মানছে না। প্রতিষ্ঠানটি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় প্যাথলজিক্যাল চিকিৎসকের ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহার করছে, যা আইনবহির্ভূত।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তিন দিনের মধ্যে সমিতির সঙ্গে আলোচনায় না বসলে এবং নিয়ম মেনে পরিচালনা না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।