ঢাকাSaturday , 19 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আইনজীবীর মৃত্যু

    দেশ চ্যানেল
    August 19, 2023 9:02 am
    Link Copied!

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলপ্রতিনিধিঃ

    টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ মিয়ার (৭৫) মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু জ্বরে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনজন।

    শুক্রবার (১৮ আগস্ট) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একে এম মুনসুর আহমেদ বিপন।

    ক্রমেই জেলায় বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৮ জন, নাগরপুর উপজেলায় ১০ জন, মির্জাপুর উপজেলায় ৮ জন রয়েছেন।

    আইনজীবী আব্দুল বাছেদের কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহসিনা আক্তার আঁখি জানান, তার বাবা টাঙ্গাইল শহরের সাবালিয়া বাসায় থেকে টাঙ্গাইল জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করতেন।

    তিনি গত ১৪ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

    এ বিষয় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ১৯২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩২ জন রোগী। আইনজীবী আব্দুল বাছেদ মিয়ার মৃত্যুতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিন জন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST