আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রীর মুল্যে বৃদ্ধি রোধ, পন্যের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয় হতে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চারটি দোকানদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে পৌর শহরের পার্ক বাজারের পাইকারী ও খুচরা দোকানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাফিসা আক্তার।
অভিযানে কয়েকটি দোকানের অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রী এবং পণ্য বিক্রির মুল্যে তালিকা টাঙানো না থাকার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি দোকানের মালিকদের সর্তক করা হয়।
অভিযানে সিনিয়র সহকারী কমিশনার মো.রাকিবুল ইসলাম,সহকারী কমিশনার মো.মোহাইমিনুল ইসলাম, টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ও বিশেষ টাস্ক ফোর্সের সদস্য সচিব শাহীনুর আলম,কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোসের সদস্য আবু জুবায়ের উজ্জ্বলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।