টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, রামরুর জেলা কো-অর্ডিনেটর নাজমা বেগম, আরপিডিও নির্বাহী পরিচালক রওশনারা লিলি, প্রবাসী হাবিবুর রহমান প্রমুখ।
সেমিনারে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।