ঢাকাWednesday , 19 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • টাঙ্গাইলে যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় আলোচনা সভা।

    দেশ চ্যানেল
    February 19, 2025 1:50 pm
    Link Copied!

    টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

    টাঙ্গাইলে যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল জেলা পরিষদের হল রুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) শামছুন নাহার স্বপ্না। এতে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডি আই) ময়মনসিংহ বিভাগের রিজওয়াল জোনের কর্মকর্তা নার্গিস আক্তার।

    মাল্টিপার্টি অ্যাডভোকসি ফোরাম এমএএফ এর সহ-সভাপতি ও জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদীর সভাপতিত্বে ও মাল্টিপার্টি অ্যাডভোকসি ফোরাম এমএএফ এর সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি গোলাম মোস্তফা লাবু, টাঙ্গাইল জেলা সুজনের সাধারণ সম্পাদক তরুন ইউসুফ প্রমুখ।

    এ সময় জেলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আলোচনায় টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের নাগরিকগন বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বর্তমানে টাঙ্গাইল শহরবাসী সমস্যার মধ্যে দিয়ে জীবন-যাপন করছে। তার মধ্যে শহরে স্বাভাকি চলাফেরার ক্ষেত্রে নাগরিকদের জন্য অন্যতম ৩টি সমস্যা। তা হলো যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনায়। এসব সমস্যার কারনে টাঙ্গাইলের জনগন তাদের দৈনিন্দিন কাজ করতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। সকল শ্রেণী পেশার মানুষের একটাই চাওয়া আর সেটা হলো এই তিন সমস্যার সমাধান। চিহিৃত সমস্যার সমাধানে কিভাবে বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে অধিকার সমন্বয় করা যেতে পারে সে বিষয়ে উপস্থিত কর্তৃপক্ষগনের দিক নির্দেশনামূলক পরামর্শ এবং মতামত প্রদান করেন।

    মাল্টিপার্টি অ্যাডভোকসি ফোরাম এমএএফ হলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পৃষ্টপোষকতায় একটি বহুদলিয় স্বেচ্ছাসেবী প্লাটফরম। এ প্লাটফরমের সদস্যরা জনগনের বিভিন্ন স্থানীয় সমস্য সমাধানে কর্তৃপক্ষের সাথে এডভোকসির মাধ্যমে সমস্যার সমাধানে একসাথে কাজ করছে। অনুষ্ঠানটি যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালিত বি-স্পেইস প্রকল্পের আওতায় আয়োজিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST