টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল সদর উপজেলায় এক রডমিস্ত্রীকে জবাই করে হত্যা, ফাঁসির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দাইন্যা ইউনিয়নের এলাকাবাসী। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিহত ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া প্রমুখ। এ সময় দাইন্যা ইউনিয়নের এলাকাবাসী উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় রডমিস্ত্রী ফুলচান মিয়া (১৮) হত্যার ঘটনা ঘটে। তিনি ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে। রাত আটটার দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া বলেন, আমার ছেলে কি দোষ করেছিল যে নির্মম ভাবে মেরে ফেলল। আমি এর সঠিক বিচার ও খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির আওতায় আনতে হবে।