আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইলঃ
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।
শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে টাঙ্গাইল পুলিশ লাইনে এক আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
আলোচনা সভায় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনিছুর রহমান, প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের হাতে জেলা পুলিশের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে সনদ তোলে দেওয়া হয়।