নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়
শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। পাঁচ দিনব্যাপী এই শারদীয় উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আবারও একটি বছর।
মঙ্গলবার (২৪ অক্টোবর )বিসর্জনের দিন আজ সকালে শুরু হয়েছে দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ ও বিসর্জন। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজকে সরকারি ছুটির দিন।
উপজেলার কালচা কালিতলা, দেবরাজ সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুরে বিভিন্ন পূজার আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেয়।
উপজেলার পূজা প্রতিটি মগুপের পাশেই বসেছে ছোট খাটো মেলা মেলা সকাল থেকে চলবে সন্ধ্যা পর্যন্ত।মেলাই থাকছে চুরি, ফিতা, জিলাপি ,ফুচকা, চটপটিসহ বিভিন্ন রকমের দোকান বসেছে।