নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে অবস্থিত ৮ নং নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোটরসাইকেল ও বাই সাইকেলের গ্যারেজ বসানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল মাঠে বসানো হয়েছে মোটরসাইকেল ও বাই সাইকেল গ্যারেজ।
সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করেই,প্রতি মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ের মাঠে মোটরসাইকেল ও বাই সাইকেলের গ্যারেজ বসানোর কারণে শিক্ষার মান ব্যহত হচ্ছে বলে জানান অভিভাবকরা। স্কুল মাঠের পূর্ব পাশে নছিমন , করিমন, ভটভটি সহ বেশ কয়েকটি গাড়ি মাঠের মধ্যে পার্কিং করা আছে। মাঠে উত্তর পাশে মোটরসাইকেল ও বাই সাইকেলের গ্যারেজ বসানোর কারণে বিপাকে পড়েছে স্কুলের কমলমতি শিক্ষার্থীরা।স্কুল মাঠে হৈ চৈই করছে হাটে আসা লোকজন এতে শিক্ষার্থীরা পাঠদানে অমনোযোগী হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ে প্রতি মঙ্গলবার গ্যারেজ বসাচ্ছে এতে আমরা আতঙ্কে থাকি মাঠের মধ্যে অনেক গাড়ি পার্কিং করা থাকে। দূর্ঘটনা যদি ঘটে সে কারণে আমরা বাইরে বের হতে পারি না।
মোটরসাইকেল ও বাই সাইকেল গ্যারেজ এর মালিক আনোয়ার হোসেন বলেন, স্কুল মাঠে আমি দীর্ঘ দিন ধরে মোটরসাইকেল ও বাই সাইকেল গ্যারেজ করছি। আমার এখানে থানা স্টাফ, বিজিবি,স্কুলের অনেক শিক্ষকরা গাড়ী রাখে কেউ টাকা দেয় না। আমি আর দুই তিন হাট পরে গ্যারেজ বাদ দিয়ে দিবো।
নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সাথে মুঠোফোনে স্কুল মাঠে গ্যারেজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুলে আসেন সাক্ষাতে কথা বলি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমান বলেন, সহকারি শিক্ষা অফিসার এম.এ জাহিদ ইবনে সুলতানকে বলে দিচ্ছি ব্যবস্থা নেয়া জন্য।