ঢাকাSaturday , 28 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে আগাছানাশক বিষ ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ

দেশ চ্যানেল
October 28, 2023 11:58 am
Link Copied!

নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আগাছানাশক বিষ প্রয়োগ করে। এক অসহায় কৃষকের ২০ শতক জমির ধান বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নন্দগাঁও গ্ৰামের আফিল উদ্দিনের ছেলে সাইদুল হক নারগুন মৌজার ১৮ নং খতিয়ানের ৩৬৫ নং দাগের ২০ শতক জমিতে দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছে।গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় আগাছানাশ বিষ প্রয়োগ করতে দেখা নারগুন গ্ৰামের মৃত লতিফুর রহমানের ছেলে রাকিব ওরফে কুড়ানু ও তোফায়েল এর ছেলে তান্না জমির মালিক আফিল উদ্দিন কে খবর দেয়। আফিল উদ্দিন খবর পেয়ে জমিতে ছুটে গিয়ে দেখে ।ধান খেতে ধানের গাছ ভেঙ্গে ফেলছে। সেই সাথে ধানের জমিতে আগাছানাশ বিষ প্রয়োগ করতে দেখে এগিয়ে গেলে।জিএম সহ কয়েক জন অকথ্যভাষায় গালাগালি করে এবং মারপিটের জন্য ধাওয়া করে। দৌড়ে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যায় সাইদুর হক।

উপজেলার বকুয়া ইউনিয়নের নারগুন গ্ৰামের বদিউজ্জামাননের ছেলে জিএম (৩৫),জুয়েল (৪০) , মৃত মোকাম্মেল হকের ছেলে বদিউজ্জামান (৬৫) , মৃত গোলাম মোস্তফার ছেলে সোহাগ (৪০) , রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্ৰামের মৃত আব্দুল হকের ছেলে দুলাল (৪০) সহ পাঁচ জনের নাম উল্লেখ করে। উপজেলার নন্দগাঁও গ্ৰামের আফিল উদ্দিনের ছেলে সাইদুল হক হরিপুর থানায় একটি এজাহার দায়ের করে।

আগাছানাশক বিষ ছিটিয়ে ধান নষ্টের এবিষয়ে জিএম কে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,ঔই ১০ কাঠা জমির ধান আমি লাগিয়েছি।ওটা তদন্ত হয়েছে।এবিষয়ে হরিপুর থানায় একটি মামলা আছে।

এ ব্যাপারে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST