নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলা জিয়া সাইবার ফোর্স কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা শাখার সভাপতি মোঃ উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান কবির সোহাগের যৌথ সিদ্ধান্তক্রমে এবং রংপুর বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান শিমুলের নির্দেশে এ বহিষ্কার কার্যকর করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুলাল হোসেন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাই তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হলো।