নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা যুবদলের সহ-সভাপতি ও আমগাঁও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সৈকত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি আমগাঁও ইউনিয়নের যাদুরাণী হাট দুর্গা মন্দির, জামুন কুমারপাড়া, উত্তর দেবরাজ সার্বজনীন, দক্ষিণ দেবরাজ শ্রীশ্রী দুর্গা মণ্ডপ ও কালচা কালীতলা পূজা মণ্ডপসহ পাঁচটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।