নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যাদুরাণী সড়ক চেইঃ ০০-১৪৯০ মিটার পর্যন্ত ও কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন— ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজন।
আজ বিকেলে উদ্ধোধন শেষ কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন —ঠাকুরগাঁও -২ আসনের সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ।
বিশেষ অতিথি ছিলেন সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান,হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প ,জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্ত ,মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,আমগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হবিবর রহমান চৌধুরী, কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেসুর রহমান।
সঞ্চালনায় ছিলেন, হরিপুর উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম।