নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসনের জনসাধারণের সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য পদ-প্রার্থী আলী আসলাম জুয়েলের নির্বাচনী পথসভায় অংশ নেন প্রায় পাঁচ হাজার মানুষ ।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও – ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদ-প্রার্থী আলী আসলাম জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল,হরিপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নগেন কুমার পাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক সম্পাদক অ্যাড্যাভোকেট মোজাফফর আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রধান, হরিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনাব্বর হোসেন প্রমূখ।