নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পরিদর্শন করেছেন
জেলা পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক ।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক কে থানা পরিদর্শনের সময় প্রথমে হরিপুর থানা অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ আনুষ্ঠানিক ভাবে সশস্ত্র সালাম ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে তিনি উক্ত থানায় কর্মরত অফিসার ও ফোর্সের খাবার, আবাসন, লজিস্টিকস, ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ খবর নেন এবং অন্যান্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি নিয়মিতভাবে পুলিশী টহল, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং থানা এলাকায় চুরি, ডাকাতি, দস্যুতা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উক্ত থানার বিট পুলিশ এর মাধ্যমে পুলিশিং সেবা দ্রুত সময়ের জনগণের দোড়গোড়ায় পৌছে দেয়ার পাশাপাশি, জনবান্ধন পুলিশী ব্যবস্থা নিশ্চিতকরণে কার্যকরী ভুমিকা পালন করতে নির্দেশনা প্রদান করেন।