ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি
চট্টগ্রাম থেকে নিয়ে আসার পথে ডাকাতি হওয়া ৭৫ ব্যারেল পামওয়েল তেল পুলিশ নওগাঁর সাপাহার হতে উদ্ধার করেছে। রাজশাহী জেলার কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সাব ইন্সপেক্টর আশরাফুল আলম সাপাহার থানা এ এস আই রুবেল হক সহ একদল পুলিশ নিয়ে এ উদ্ধার কাজ পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ফেব্রুয়ারী রংপুর শহরের কামারপাড়ার মৃতঃ লালমিয়ার ছেলে ব্যবসায়ী হারুন অর রশিদ এর ঢাকা মেট্র্রো ২৪-৭৬৩৬নং ট্রাকটি চট্রগাম হতে ৭৫ ব্যারেল পাম্ওয়েল তেল নিয়ে রংপুরের উদ্দেশ্য রওয়ানা হয়ে রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা নামক স্থানে পৌঁছলে রাত দেড়টার সময় একদল ডাকাত অন্য একটি ট্রাক দ্বারা রাস্তায় বেরিকেড দিয়ে তাদের পথ রোধ করে এবং তেল ভর্তি ট্রাকের ড্রাইভার ও হেলপারকে মারপিট করে চেতনা নাশক খাইয়ে অচেতন করে পাবনার শাহাজাদপুর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। এর পরগত ২৪ফেব্রুয়ারী ভোরে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অবস্থিত থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউনে আনলোড করে। পরবর্তীতে ডাকাতদল ট্রাকটি গোদাগাড়ীর কাকন হাট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ীর মালিক ট্রাকে থাকা জিপিএস ট্রাকার এর মাধ্যমে ডাকাতি হওয়া ট্রাকের অবস্থানের সন্ধান পায় এবং গোদাগাড়ী থানায় বিষয়টি অবগত করলে রাজশাহীর কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার কাজ শুরু করে। পরে সাপাহার থানা পুলিশের সহযোগীতা নিয়ে বুধবার সকাল ১০টার দিকে সাপাহার থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউন ঘর হতে ডাকাতি করে নিয়ে আসা ওই ৭৫ ব্যারেল পামওয়েল তেল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। ডাকাতি হওয়া ট্রাকটি গোদাগড়ীর কাকন হাট এলাকা হতে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ বিষয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্র্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন।