মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে।
ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর মোহাম্মদ হাওলাদার, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার,ইউনিয়ন সচিব বৃন্দ,ইউপি সদস্য বৃন্দ,ইউনিয়ন ও ওয়ার্ড ভিক্তিক মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মি ও সকল ইউনিয়নের গ্রাম-পুলিশের সদসবৃন্দ।
এসময় নির্বাহী কর্মকর্তা বলেন,জন্ম-মৃত্যু’র নিবন্ধন তাৎক্ষনিক করতে হবে। একটি শিশু জন্মের পরে,যত দ্রুত সম্ভব শিশুটির নিবন্ধন করতে, জনগনকে উৎসাহী করতে হবে। তেমনিভাবে একজন ব্যক্তির মৃত্যুর পরে, যত তারাতারি সম্ভব ওই ব্যক্তির মৃত্যু সনদ নিশ্চিত করতে হবে।
নির্বাহী কর্মকর্তা আরও বলেন, জনগন’কে এ ম্যাসেজটি দ্রুত জানাতে আমাদের সকলকে বেশীবেশি প্রচার করতে হবে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাইকিং করেও জানতে পারা যায়।
জনগণকে সচেতন করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। যারযার অবস্থান থেকে এ দায়িত্ব পালন করা উচিত।