ঢাকাThursday , 6 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে বিয়ের প্রতিসূর্তিতে প্রতারণা! থানায় মামলা।

দেশ চ্যানেল
February 6, 2025 12:41 am
Link Copied!

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে অসহায় বাক প্রতিবন্ধী পিতার কন্যার সাথে বিয়ের নামে প্রতারণা ও অন্যত্র বিয়ে ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন একটি প্রভাবশালী মহল।
এঘটনায় আজ ৫ ফেব্রুয়ারী বুধবার ডাসার থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ও মামলা সুত্রে জানা যায়, ডাসার উপজেলার ডাসার গ্রামের সৈয়দ আজিম উদ্দিন এর প্রবাসী ছেলে সৈয়দ পার্থিব দুই পূর্বে দক্ষিন ডাসার গ্রামের অসহায় বাক প্রতিবন্ধী মোঃ মোশারফ সরদার মেয়ে মিম আক্তার(১৯)নামে এক কিশোরীকে বিয়ে করার প্রতিসূর্তি দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন সময় তার সাথে একাধিক বার শারীরিক সম্পর্কও করেন। এক পর্যায় একবছর পূর্বে সৈয়দ পার্থিবকে বিদেশে পাঠান তার পরিবার। বিদেশে থাকা অবস্থায়ও প্রেমের সম্পর্ক বজায় রাখেন সৈয়দ পার্থিব। গত ২৬ তারিখ ওই কিশোরীর পরিবার মিম আক্তারকে অন্যত্র বিয়ে দিতে গেলে সৈয়দ পার্থিব ফোনের মাধ্যমে যোগাযোগ করে তার বন্ধু নাদিমকে দিয়ে মিম’কে প্রথমে পাশ্ববর্তী উপজেলা গৌরনদী তার আত্মীয় বাসায় তিনদিন এবং সেখান থেকে কিশোরগঞ্জ আরে আত্মীয় বাসায় ৭ দিন রাখেন। পরে ১০ দিন পর ৪ঠা ফেব্রুয়ারী সৈয়দ পার্থিব মিম’কে তার মামা টুটুল শেখ এর বাসায় পাঠালে টুটুল শেখ বিয়ের আশ্বাস দিয়ে তার পরিবারের কাছে পৌছেন কিশোরী মিম’কে। উপায় না পেয়ে ডাসার থানায় ভুক্তভোগী পরিবার। এসময় এলাকার কিছু প্রভাবশালী মহলের মিথ্যা প্রতিসূর্তিতে ফিরে গেলেও সমাধান না পাওয়ায় আজ ৫ ফেব্রুয়ারী বুধবার রাতে ডাসার থানায় বাদি হয়ে ৫ জন’কে আসামী করে মামলা দায়ের করেন ভুক্তভোগী মিম আক্তার।

ভুক্তভোগী মিম আক্তার বলেন, আমাকে বিয়ে বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। বিদেশে গিয়েও প্রতিদিন আমার এবং আমার পরিবারের সদস্যদের ভিডিও কলে কথা বলতো।
তার পরিবার আমার সাথে হোক মানছে না।
আমার পরিবার অন্যত্র বিয়ে দিতে চাইলে, সৈয়দ পার্থিব বিয়ে করবে বলে তার বন্ধু নাদিম কে অন্য জায়গায় নিয়ে ১০ দিন রাখেন। এখন আমাকে বিয়ে করবে না বলে।
আমি ন্যায় বিচার চাই। বিয়ে করবে না,কেন আমার সাথে শারীরিক সম্পর্ক করলো, কেনই বা আমার বিয়ে ভেঙে দিল।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহম্মদ বারিক পিপিএম বলেন, এঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST