মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত করা হয়েছে। আজ শুক্রবার সকালে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ডাসার উপজেলা হল রুমে বিশ্ব ভোক্ত অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাইদুজ্জামান হিমু এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সৈয়দা ইসরাত ইমাম প্রধান শিক্ষক সনমান্দি উচ্চ বিদ্যালয়, মাইনুল ইসলাম অফিস সহকারী।
ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।