মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে যৌক্তিক সহনীয় পর্যায়ে রাখা ও নিরাপদ খাদ্য সরবরাহ ও সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডাসার উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে(০২অক্টবর) বুধবার সকালে ডাসার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো:গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস,নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম,ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহমুদ উল হাসান,ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামাল, সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা আইসিটি অফিসার আরিফুল ইসলাম, শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীথ কুমার তালুকদার।সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,পল্লী বিদ্যুৎ ডাসার জোনের এজিএম মোঃ তৌহিদুর রহমান, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ,ডাসার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহরিয়ার তুহিন, ডাসার উপজেলা জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।