মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে করাতকলের অসংখ্য গাছ সড়কের পাশে অবৈধভাবে গাছ কেটে জমাট করে রাখায় পথচারী ও যানবাহন ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়া প্রতি মুহূর্তে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি।
এমন অভিযোগের ভিত্তিতে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম খান্দুলি চৌরাস্তা বাশতলা সংলগ্ন একটি করাতকল মালিক’কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, জনদুর্ভোগ কমাতে করাতকল মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং গাছগুলো দ্রুত অপসারণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।