ঢাকাTuesday , 10 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ।

দেশ চ্যানেল
December 10, 2024 11:36 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে কয়েকজন ব্যবসায়ীদেরকে একটি মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা। আজ(১০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে উপজেলার ফজলগঞ্জ বাজারে এ কর্মসুচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভূক্তভোগী মো. সিরাজুল ইসলাম মুন্সি ও আল আমিন বেপারী এবং বাজারের ব্যবসায়ী মো. ইউনুস বেপারী, মো. দুলাল হোসেন, আবুল কালাম, মো. হাবিবুর রহমান, হান্নান, সুমন আহম্মেদ, জাহাঙ্গীর, হেলাল, তুষার, রহমান ও মাইনুল ইসলামসহ অর্ধশত ব্যবসায়ী ও স্থানীয় জনগন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী মো. সিরাজ ইসলাম মুন্সি ও আল আমিন বেপারী সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন ধরে উপজেলার ফজলঞ্জ বাজারে সু-নামেন সাথে ফামের্সীর ব্যবসাসহ অন্য একটি ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি জমিস পালয়ান নামে ওই বাজারের ফুটপাতের একজন ব্যবসায়ীর দোকানে চুরি হয়। সেই চুরির ঘটনায় জমিস পালয়ান বাদী হয়ে ফার্মেসী ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম মুন্সী ও আল আমিন বেপারীকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। তাই তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা।

বেশ কয়েকজন বিক্ষোভকারী ক্ষোভের সঙ্গে বলেন, ফার্মেসী ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম মুন্সী ও আল আমিন বেপারীকে আসামী করে যে মামলাটি দায়ের করেছে তা উদ্দেশ্য প্রনীত। আসলে তাদের সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এ মামলাটি করা হয়েছে। তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। এবং আমরা এর বিচার চাই।

মামলার বাদী জসিম পালয়ান বলেন, আমার দোকানে চুরি হয়েছে। তবে কে চুরি করেছে আমি দেখিনি। তবে চুরির ঘটনায় আমি মো. সিরাজুল ইসলাম মুন্সী ও আল আমিন বেপারীকে আসামী করে মামলা করেছি।

বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মদ হাওলাদার বলেন, ফুটপাতের ব্যবসায়ী জসিম পালয়ানের দোকানে চুরির ঘটনায় যাদের নামে মামলা দিয়েছে তারা অনেক ভালো মানের ব্যবসায়ী। আসলে এটা মেনে নেয়া যায় না।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. মাহামুদ উল হাসান বলেন, মামলা দিলেতো আমার মামলা নিতে হয়। তবে তদন্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST