মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
আজ(১৬ ডিসেম্বর)সোমবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ৮:০০ ঘটিকার সময় উপজেলা চত্বর শহীদ মিনারে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড,ডি,কে,কলেজ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল, শ্রমিকদল,কৃষক দল, ডাসার উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল ৯ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ উল হাসান,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,আনসা ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার,কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর মোহাম্মদ হাওলাদার, বালিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান, ডাসার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই সিকদার, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগন।