মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন মাদারীপুর জেলা প্রশাসক(ডিসি) মোছা: ইয়াসমিন আক্তার।
মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন।এসময় জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার পূজামন্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি জানান,দূর্গাপূজা দেশের একটি বড় ধর্মীয় ও সামাজিক উৎসব।এ উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমি অনেক গুলো পুজামন্ডপ পরিদর্শন করেছি, পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,র্যাব-৮ মাদারীপুর সিপিসি -৩ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন, মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুলেয় আহম্মেদ,ডাসার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, অফিসার ইনচার্জ(ওসি)শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম,ডাসার উপজেলা পূজা কমিটির সভাপতি সমির সরকার খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ প্রমুখ।