ঢাকাMonday , 7 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ডিমের বাজারে আগুন,সবজির বাজারও অসহনীয়।

    দেশ চ্যানেল
    October 7, 2024 5:26 am
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

    অন্তবর্তী কালীন সরকারের দুই মাস অতিবাহিত হওয়ার পরও ভোগ্য পণ্যের বাজারে স্বস্তি ফিরে এলো না।বরং,ক্রেতারা বাজারে গেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে আরো অস্বস্তি হয়ে পড়েন।বিগত সরকারের আমলে নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটদের পকেটে থাকার অভিযোগ রয়েছে,যার ফলশ্রুতিতে নিত্য পণ্যের বাজার ঊর্ধ্বগতি ছিলো।তাই,দেশের সাধারণ মানুষ অনেক কষ্টে দিনযাপন করেছেন।সাধারণ মানুষ তাদের ক্ষোভ ঝেড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে।সাধারণ মানুষ এই পরিস্থিতি হতে পরিত্রাণ পেতে চেয়েছিলেন।সাধারন মানুষের ধারণা ছিলো নতুন সরকার আসলে সবকিছু ঠিক হয়ে যাবে এবং নিত্য পণ্যের বাজারে দাম কমবে।কিন্তু,অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস পেরিয়ে গেলেও নিত্য পণ্যের দাম কমেনি বরং জ্যামিতিক হারে বেড়েই চলেছে।কোনক্রমে লাগাম টানা যাচ্ছে না নিত্য পণ্যের বাজার গুলোতে।তাই,ভোক্তাদের কথা মাথায় রেখে গত ১৫ ই সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম বিক্রেতাদের নির্ধারণ করে দেয় সরকার।কিন্তু তার যেন প্রতিফলন নেই বাজারগুলোতে।এলাকাভেদে ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা এ যেন আগুন লাগার মতো।ব্রয়লার মুরগি ১৮৫ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে,পাশাপাশি সোনালি মুরগির দামও ১০/১৫ টাকা বেড়ে ২৭০ থেকে ২৮০ টাকা হয়েছে।এতে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা পড়েছেন চরম বিপাকে।অতি নিন্ম আয়ের মানুষকে বাজারে কিনতে দেখা গেছে মুরগির গিলা কলিজা ও পা।সুখবর নেই সবজির বাজারগুলোতে,গত সপ্তাহের চেয়ে আরো দাম বেড়ে চলে গেছে অসহনীয় পর্যায়ে।সোমবার নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার হোসেনপুর বাজার,কাইকারটেক হাঁট,বটতলা বাজার,মোগরাপাড়া বেপারী বাজার,চৌরাস্তা বাজার,মোগরাপারা সাহেব বাড়ীর বাজার,প্রেমের বাজার,কাঁচপুর হাইওয়ে বাজার,আনন্দবাজার সহ বেশ কয়েকটি হাঁট-বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা গেছে-হাঁটবাজারগুলো শাক-সবজিতে ভরপুর।দোকানিরা বেগুন, শসা,পটল,বরবটি,কচুর লতি, ঢেঁড়শ, কাঁকরোল,পেঁপে,করলা,শিম,গাজর,মুলা, ফুলকপি ও বাঁধাকপির পসরা সাজিয়ে বসেছেন,তবে কোনটার দামই নাগালে নেই।

    বাজারে মানভেদে প্রতিকেজি বেগুন ৯০ থেকে ১৪০ টাকা,করলা ৭০ থেকে ৮০, ঢেঁড়শ ৫০ থেকে ৬০, বরবটি ১০০ টাকা,মুলা বেড়ে ১০০ টাকা,কচুর লতি ৬০ থেকে ৮০,ধুন্দুল ৮০ টাকা ও পটল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।এ ছাড়া প্রতি কেজি কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা,কাঁকরোল ৮০,গাজর ১২০,কচুরমুখী ৮০ থেকে ৯০ টাকা,টমেটো বেড়ে ২১০টাকা,শিম ২২০-২৬০ টাকা ও শসা ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।পাশাপাশি-প্রতি কেজি চিচিঙ্গা ৬০,প্রতি পিস ফুলকপি ৬০ থেকে ৭০,আলু কেজি প্রতি ৫৫ থেকে ৬০ ও প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।কাঁচা মররিচের কেজি এখন ৩৫০ থেকে ৪০০ টাকায়।তবে ব্যবসায়ীদের দাবি, সম্প্রতি বন্যায় ও টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফসলের ক্ষেত।এতে বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।পেঁয়াজ রপ্তানিতে ভারতের শর্ত শিথিল ও শুল্ক কমানোর পর দেশে পেঁয়াজের দাম কিছুটা কমেছে।আগে যে পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হতো,তা এখন ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন দামে হতাশ ক্রেতারা।সাধারন মানুষ বলছে সরকার পাল্টালেও বদলায়নি বাজারের চিত্র,গরীবের চোখের পানিতে ভিজতেছে নিত্য পণ্যের বাজার।তারা আরো বলছেন-সরকার বদলেছে,তবে বাজার সিন্ডিকেট একই আছে।আর সিন্ডিকেটের কবলেই জিম্মি ভোক্তার পকেট।এই অবস্থা হতে পরিত্রাণ পাওয়াই যেন এখন সোনার হরিণের মতো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST