তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ
বঙ্গবন্ধুর বাংলাদেশ’
এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ বুধবার সকালে উপজলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শোভা যাত্রা,আলোচনা সভা, যুব ঋণের চেক,সনদ ও ভাতা বিতরণ এবং টেকাব ২য় পর্যায় কারিগরি সহায়তা প্রকল্পের ২ মাস মেয়াদি বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং যুব উন্নয়নের প্রশিক্ষিত যুববৃন্দ উপস্হিত ছিলেন।অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক,সনদ পত্র এবং ভাতা বিতরণ করা হয়।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                