তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশ,ডিবি’র বিশেষ অভিযানে ডুমুরিয়ায় চার বোতল এ্যালকোহল’সহ মাদক ব্যবসায়ী কুদরত গাজী (৩৮)কে গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে ১৩ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ডুমুরিয়া থানাধীন থুকড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা চার বোতল মাদকদ্রব্য এ্যালকোহল উদ্ধার করে পুলিশ। সে ডুমুরিয়া উপজেলার থুকড়া এলাকার মৃত,মঞ্জেল গাজীর ছেলে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম’র নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অংশ নেয় এসআই আল-আমিনসহ পুলিশের একটি দল।গোয়েন্দা শাখা,অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন,এঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। আজ শনিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।