তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে নারীদের পিছিয়ে রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। এছাড়া তথ্যসেবা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে ও দেশের পিছিয়ে পড়াসহ সকল শ্রেণির নারীরা যেন বিনামূল্যে যেকোন সেবা পেতে পারে সেই লক্ষ্য নিয়েই সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে দেশের প্রতিটি উপজেলায় ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে চালু করেছে ‘তথ্য আপা’ কেন্দ্র।
তারই ধারাবাহিকতায় খুলনার ডুমুরিয়া উপজেলায় ডিজিটাল বাাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কর্মসূচীর বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে উপজেলার সাহস ইউনিয়নের কে.কে.কে.বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বিশেষ উঠান বৈঠক।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম,প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম,আ’লীগ নেতা মোল্যা জাহিদুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শামসুন্নাহার,সহকারি তথ্যসেবা কর্মকর্তা রোমেনা খাতুন ও পপি আক্তার।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুরাইয়া ইয়াসমিন প্রমূখ।
সভায় তথ্যসেবা কর্মকর্তা সামসুন্নাহার জানান,
দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে চলতি সময় পর্যন্ত উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ৩৫ হাজার নারীরা তথ্য আপার কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেছেন। হাতের কাছে বিনামূল্যে বিভিন্ন সেবা পেয়ে বদলে গেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া অনেক নারীদের জীবনধারা। বিশেষ করে বিভিন্ন চাকুরীতে নারীদের আবেদন করার নিয়মাবলী, আবেদনপত্র দাখিল করা, উপজেলা প্রশাসনের কোন দপ্তর থেকে কোন কোন সেবা কিভাবে পাওয়া যায় সেই তথ্য সরবরাহ করা, সরকারের প্রদান করা বিভিন্ন ভাতা পাওয়ার নিয়মাবলী জানা, মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভাতা পাওয়ার কৌশল জানা, কোন নারীরা কোন ধরনের সেবা সরকারের বিভিন্ন দপ্তর থেকে পেতে পারেন সেই বিষয়ে অবগত করা, সরকারের প্রদান করা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এই রকম শত শত যত্ন সহকারে সেবা বিনামূল্যে প্রদান করেছে তথ্য আপা কেন্দ্রের তথ্য আপারা। এছাড়া কোন মহিলা কোন সমস্যায় পড়লে বিষয়টি তথ্য আপাকে জানানোর সঙ্গে সঙ্গেই ওই মহিলার কোন ধরনের সহায়তার প্রয়োজন সেই বিষয়গুলোও নিশ্চিত করে তাৎক্ষণিক ভাবে ওই মহিলার জন্য ওই সহযোগিতা প্রদান করে আসছেন বলে জানান উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য কেন্দ্রের আপারা।
সভার সভাপতি তার বক্তব্যে বলেন,উপজেলা তথ্য আপার কেন্দ্র থেকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কি কি তথ্য সেবা পাওয়া যায়। নারীরাও ঘরে বসে কিভাবে বাংলাদেশসহ বিশ্বের সকল তথ্য খুব সহজেই পেতে পারেন, নারীরা যে এখন আর কোন অবহেলিত অংশ নয়, কিভাবে নারীরাও সরকারের দপ্তর থেকে বিভিন্ন সেবা বিনামূল্যে গ্রহণ করে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন এবং নারীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে ও সমাজে প্রতিষ্ঠিত করতে সরকারের গ্রহণ করা নানা পদক্ষেপ বিষয়ে এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে বর্তমান সরকারের গ্রহণ করা নানা পদক্ষেপগুলোকে প্রত্যন্ত অঞ্চলসহ প্রতিটি নারীদের মাঝে পৌছে দিতে ও নারীদের তথ্য জানার ক্ষেত্রে সচেতন করতে বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন অঞ্চলে নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ উঠান বৈঠক।