তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র উদ্যোগে দলিত গ্রাম উন্নয়ন যুব ক্লাবের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে আজ বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলিত’র প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান,
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল। সভায় অতিথিবৃন্দ তিনি যুবদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়া ও সুন্দর ক্যারিয়ার গঠনের পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্হিত ছিলেন স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল,বিপ্লব দাস প্রমূখ। সভায় দলিত’র গ্রাম উন্নয়ন যুব ক্লাবের সদস্যবৃন্দ অংশ গ্রহন করে।