তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সড়ক নিরাপত্তা সাংবাদিকদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩১ অক্টোবর) বিকালে ডুমুরিয়া প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই নিসচা’র উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। তিনি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন যে অগ্রনী ভূমিকা পালন করে চলছে। তা স্বাধীনতা পরবর্তী কোন সংগঠনই এমন একটি সেবামূলক ও সচেতনতা মূলক কার্যকলাপে জড়িত হতে পারেনি। তার এই মহৎ কার্যাক্রম আজ সাড়াদেশে ছড়িয়ে পড়েছে। তিনি ২০১৮ সালের নিরাপদ সড়ক চাই সরকার ঘোষিত আদেশের বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আশরাফুল আলম, বাঁধন, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, যুব বিষয়ক সম্পাদক এসকে বাপ্পি, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, এম এ জলিল প্রমূখ।