তুষার কবিরাজ ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) স্হানীয়করণ বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যদেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য(সচিব) ড.মোঃ কাউসার আহাম্মদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম ,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। এ সময়ে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা)মোঃ নাজমুল হোসেন খান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,মিডিয়া ব্যক্তিত্ব। অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। কর্মশালায় দক্ষিন পশ্চিম উপকূলীয় এলাকায় ফসল উৎপাদনে লবনাক্ততা সমস্যা,নদী-খাল ভরাট জনিত কারণে জলাবদ্ধতা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ গ্রহন করা হয়। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ও স্যোসাল সিকিউরিটি পলিসি সাপোর্ট প্রোগ্রাম ইউএনডিপি -বাংলাদেশ কর্মশালাটির আয়োজন করে।