তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।।
ডুমুরিয়ায় প্রতিপক্ষ কর্তৃক জোরপূর্বক কবলা দলিল মুলে রেকর্ডীয় ও শান্তিন পূর্ণ ভোগদখলকার জমি জবরদখল করে নেয়ার অভিযোগ উঠেছে। এসময় প্রতিপক্ষ বিজন মন্ডল গংদের হামলায় অমৃত মন্ডল নামের একজন জমির মালিক আহত হয়েছেন। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। গত ১লা সেম্পেটম্বর শুক্রবার সকালে উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা এলাকায় ভিকটিমের জমির ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয় এবংভূক্তভোগীর দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা মৌজাধীন ৭৮৯ নম্বর খতিয়ানে ১৭৬৭ নং দাগে বাদী অমৃত মন্ডল গংদের কবলা দলিল মুলে ৬৬ শতক রেকর্ডীয় ও ভোগদখলীয় মালিক তুষার মন্ডল ও অমৃত মন্ডল। তারা প্রতিবছরের ন্যায় জমিতে চলতি মৌসুমি আমন ধানের চারা রোপণ করছিলেন। কিন্তু পূর্বপরিকল্পিত ভাবে এলাকার ভুমি দস্যু দখলবাজ বিজন মন্ডল (৪৫)’র নেতৃত্বে রনজিত মন্ডল(৫০),সুজন মন্ডল,পবিত্র মন্ডল,অসীম মন্ডল বিপুল মন্ডল,রবিন মন্ডল সহ অজ্ঞাত আরোও ২০/২৫ জন ব্যক্তি তারা লাঁঠি সোঁঠা,লোহার রড,ধারালো দাঁ হাতে নিয়ে অনাধিকার প্রবেশ করে অর্তর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে অমৃত মন্ডল আহত হন। ইতোপূর্বে এনিয়ে স্থানীয় ভাবে শাসিল বৈঠক এবং সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু শাসিল বৈঠক অমান্য করে বিবাদীগণ উক্ত জমি অবৈধ ভাবে জবরদখলে নিতে মরিয়া হয়ে ওঠে।হমালার ঘটনা ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে। পূর্বের দায়ের কৃত অভিযোগ এবং সম্প্রতি ঘটনার খবর পেয়ে গত শনিবার থানা পুলিশের এসআই বিশ্বজিৎ কুমারসহ পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করছেন। এসময় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছেন।
ভুক্তভোগী তুষার মন্ডল ও অমৃত লাল মন্ডল জানান,
বিবাদীরা যে কোন মুহূর্তে জমি জবরদখলসহ সংঘাত সৃষ্টি করতে পারে। তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন। ঘটনা প্রসংগে বিজন মন্ডলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।