শামীম রেজাঃ আলমডাঙ্গা প্রতিনিধি:-
পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় চলতি বৃষ্টি মৌসুমে দামুড়হুদা উপজেলা জুড়ান পুর ইউনিয়ন ৮ ওয়ার্ড মজলিসপুর গ্রামে চৌরাস্তার মোড়ে ছোটখাটো বৃষ্টি হলেই যেন নৌকা পারাপারের মত, জলাবদ্ধা হয়ে যায়, মনে হয়, সড়ক তো নয় যেন মানে ছোট একটি সরু খাল,ভুক্তভোগিদের অভিযোগ শুধু ড্রেনের ব্যবস্থা না থাকার কারনে দীর্ঘ দিন ধরে এই সড়কে জলবদ্ধতার কষ্ট ও সীমাহীন দৃর্ভোগ হচ্ছে জনসাধারনের নিত্যসঙ্গী,বর্ষা ও বৃষ্টি মৌসুমে জনগনের এ দৃর্ভোগ আরো বহুগুনে বেড়ে যায়,
এই ১০০ ফিট জলাবদ্ধতার ভোগান্তির শিকার , মজলিশপুর গ্রামবাসী, জুরানপুর ইউপি সদস্য, মজলিশপুর ৮ নম্বর ওয়ার্ডের, বর্তমান রানিং মেম্বার, ডাক্তার মো: মইনুল ইসলামকে, বিষয়টা জানানো হইলে , ডাক্তার মোঃ মইনুল ইসলাম বলেন, সরকারি অনুমতি পাওয়া পরে, বাইরে থেকে ইঞ্জিনিয়ার, নিয়ে এসে ,কাজ শুরু করতে ,গেলে বাধা সৃষ্টি করে, জমিদাতা লুৎফার, হোসেন, ও তার ছেলেরা , এবং তাকে বিশ্রী ভাষায় গালাগালি করে, মাটি খুঁড়ে ডেন করতে গেলেই নাকি, তার মাথা ফাটিয়ে দেয়া হবে ,এই কথা বলে, এবং নিজের জমি দাবী করে ক্ষমতা ব্যবহার করে, এবং মেম্বার বলে,১০০ মিটার কাজের ,সম্পূর্ণ বিল আনুমানিক তিন লক্ষ ৫০০০০ টাকার মতো ছিল, তারপর থেকে কাজটি, বন্ধ অবস্থায় পড়ে আছে, কিন্তু ভোগান্তির শিকার, যেন কমছেই না, মজলিসপুর গ্রামবাসী, পাশাপাশি ,বিষয়টা দুলিয়ারপুর, ক্যাম্পের এস আই সাখাওয়াতকে, জানানো হইলে, তিনি বলেন ,বিগত দুই মাস আগে, আমি ওখানে গিয়েছিলাম জেয়ে যার জমি, তাকে পানি নিষ্কাশন করতে বলছিলাম, কিন্তু তখন করা হইলেও , পরবর্তীতে সেটা, আবারো আগের পূর্বে ,ফিরে আসে, এই নিয়ে, ভোগান্তি পোয়াচ্ছে , মজলিসপুর গ্রামবাসী?